Saturday, September 20, 2014

অচেতনের চার্বাকীয় বয়ান

পদ্মা গাঙ্গের মাঝি ও ভাই
তুমি কি জানো
বিশ্বায়নের পাগলা হাওয়া খঞ্জর উঁচিয়ে হুংকার করে বলছে
   এলোমেলো করে দিতে চাই মাঝির সাজানো সংসার,
সরকার বাহাদুর তোমার দাপিয়ে বেড়ানো নদীখানা
    ইজারা দিয়েছে বিদেশী প্রভুদের কাছে।

প্রমত্ত পদ্মা আজ প্রায়-বিস্মিত স্মৃতিচিহ্ন মাত্র,
প্রকৃতির সর্বনাশা ভাঙ্গা-গড়ার খেলা, দুই কূল ছাপানো প্লাবনের চক্রান্ত
            ম্রিয়মাণ শহুরে নষ্টালজিয়ার জাদুঘরে রক্ষিত,

ব্যক্তি মানুষের লোলুপ দৃষ্টি, রাষ্ট্রের অপরিণত বুদ্ধি, বণিকের বর্বরতা
আর উন্নয়ন অর্থনীতির ধ্বংসান্মুখ হিংস্রতা
         তোমার পৃথিবীতে নিত্য হানা দিয়ে ফেরে আজ।

তুমি কি এখনো স্বপ্ন ফেরি করো,
অথবা ভাওয়াইয়া আর ভাটিয়ালীর মোহময় ডাকে গ্রাম-বাংলা আলোকিত করো?
নাকি দেশী মানব-বিধাতাদের গ্লোবাল ভিলেজ আর সামাজিক ব্যবসা প্রকল্পের জয়গান
কেড়ে নিয়েছে তোমার মুখের ভাষা
আর কদর্য জাতীয়তার চেতনা, এবং ধর্মের ঢাক গুর গুর
তোমাকে চিরতরে শৃঙ্খলিত করার ফন্দি-ফিকির করছে?