তারা
স্বপ্ন দেখতে বলে
সিঁড়ি
বেয়ে উপরে ওঠার স্বপ্ন
তবে
রক্তস্নাত সেই সিঁড়ি, দুঃস্বপ্নের
কণ্টকসজ্জাও বটে
মায়ের
আহাজারি আর শিশুর আর্তচিৎকার
মিশে আছে তাতে
আর
আছে পুঁজিবাদী শূন্যতার হতাশাবাদী নিরম্বু প্রত্যাখ্যান।
দূরে কোথায়
বোমারু বিমান, সাঁজোয়া ট্যাংক, জিঘাংসায় উন্মাদ হানাদার
দাপিয়ে বেড়ায়
নিঃশেষ হয়
জীবন, জীবনের সকল অবলম্বন
স্থাপত্যের
শৈলীতে তৈরি হয় মানব মননের ধ্বংসাবশেষ
তবুও ওরা বলে
স্বপ্ন দেখা লাগে, দেখতে জানতে হয়।
বেহুলার বাসরঘর,
হাশরের ময়দান
কিচ্ছু যায়
আসে না,
যদি ধবল বকের
ন্যায় শ্বেতাঙ্গ স্বপ্নকে অবলীলায়
মোহগ্রস্তের ন্যায় আর কাম-কাতর দৃষ্টিতে
আঁকড়ে ধরে থাকা যায়।
১৯/০৭/২০১৪