লিনটন কোয়েসি জনসন, বব মারলি,
উচ্ছল জ্যাজে নিউ ইয়র্ক সয়লাব,
হঠাৎ মনে আসে নাইপলের অ্যা বেন্ড ইন দ্যা রিভার উপন্যাসে আলোচ্য ল্যাটিন বচনটি,
মনে হতে থাকে আসলেই কি অকৃত্রিম এই জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী আর ভাষার মিলনমেলা?
রাস্তায় এলোমেলো পদচারণের শুক্রবারটি হঠাৎ করেই
জুম্মাবারের প্রতীক হয়ে হাজির হয়
ডাউন-টাউনের ব্যস্ততম এই অংশটিতে চলে মহাকরণ,
মহান সৃষ্টিকর্তায়
দেহ-মন সঁপে ভক্তি গদগদ মুসল্লিরা দাঁড়িয়ে পরেছেন নামাজে,
তবে এই উপস্থাপিত ধর্ম-চেতনা হয়তোবা
বেশ কিছু পথচারীর বিরক্তির
কারণও
বটে
হাজার বছরের সংঘর্ষ, সংস্কৃতি, সভ্যতা
পারস্য-আফগানীর শৌর্য, কুর্দি সালাদিনের
সাহসিকতা
তুর্কি সুলতানের সালতামামী, বঙ্গসন্তান কাজী
নজরুল ইসলামের হামদ ও নাথ
সব মিলেমিশে একাকার তখন
একেশ্বরবাদের ইতস্তত এই আধুনিক মুহূর্তে
ইসলাম যেন পুরোদুস্তর সেক্যুলার নিউ ইয়র্ককে শক্ত
করে জাপটে ধরে।
৮ আগস্ট, নিউ ইয়র্ক
No comments:
Post a Comment