বড় অসহায় হয়ে পরে আছি
বিছানায়
যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছি
না ঠিকই
কিন্তু তারপরও কি ভয়ানক
মানসিক বেদনা, শরীর জুড়ে ক্লান্তি অবসাদের ঘনঘটা
তুমি আছো হাজার মাইল
দূরে, প্রতিদিন ইন্টারনেটের কল্যাণে দেখা দাও আমার জীবনে
তোমার সেই পুরনো পুরুষ
আমি আর আজ নেই, বড়ই ভঙ্গুর আমি আজ, পরাজয়ের ভয়ে ভীত
নিজেকে আজ দুরারোগ্য
ব্যাধিতে আক্রান্ত্রদের মতই মনে হয়
ভাবি পথের শেষ প্রান্তে
এসে পৌঁছলাম কিনা, কোন এক খাদের কিনারায়, মৃত্যুর দুয়ারে
তুমি কখনই হউনি আমার
লেখনির ‘সাবজেক্ট’, অথবা Muse
অথচ আজ পাতা জুড়েই শুধু
তুমি,
হয়তো তোমার বেশ রাগ
হচ্ছে, এই যুগেও পুরুষের হেঁয়ালি কবিতার ‘সাবজেক্ট’ তোমায় বানিয়েছি বলে
হয়তো ঘৃণাও হচ্ছে, এই
রকম অসুস্থতার অকািব্যক বয়ান পেশ করছি দেখে
হামলেট বা ওথেলোর কথা
ভেবে তুমি নিশ্চয় শিউরে উঠছ।
অথবা ভাবছ সেই
ধর্ষিতাদের কথা, পুরুষের কামনার নারকীয়তায় যারা আজ জীবিত থেকেও মৃত।
আয়নায় দেখছ নিজেকে? দেখা
যায় আমার প্রতিচ্ছবি?
নাকি তুমি আবিষ্কার
করেছো উদগ্র কামোদীপ্ত পুরুষতন্ত্রের এক প্রতিনিধিকে,
তবে এমনও হতে পারে তুমি
দেখেছ রূপকথার সেই রাজপুত্রকে,
যে নিয়ে যাবে তোমায় সেই
নৈসর্গিক আনন্দলোকের দিকে, বহুদূরে, হাজারো মাঠ-পথ, জঙ্গল পেরিয়ে?
২৪
জানুয়ারী, ২০১৩
No comments:
Post a Comment