তবে কি বনলতা সেন?
কাব্য খ্যাতি
আমি পেয়েছি ঠিকই, ক্ষণিকের তরে
তবে নারী
প্রেমে উন্মত্ত হয়ে সেগুলো লিখিনি
যৌনতা,
রাজনীতি, কুপমুন্দক ধর্ম
বেত্তার
আমাকে উন্মত্ত
করেছিল, তাই নিয়ে ইংরেজিতে লেখা
কবিতাগুলো ঠাই
পায় কবিতা সংগ্রহে, শহরের
ইংরেজি জানা লোকেরা
তাই পরে বাহবা দিয়েছিল বেশ।
মধুকবির মতো
আমিও ইংরেজিতে লিখি না আজ
স্বপ্নচারী হয়ে চলেছি আমি অজানা গন্তব্যে
দেবী সরস্বতীর চরণ তলে আশ্রিত হয়ে।
প্রেম মিথ্যা
ধরেই এক সরলা মিরান্দার ভালোবাসার আহবানে
হাঁটছিলাম আমি তার
জীবনসঙ্গী হবার রাস্তায়
তার বিশ্বস্ত
ভালোবাসা, আমার অন্ধকার হৃদয়ে তার পুরো আস্থা
পুলকিত করেছে
আমায়, আমি হয়েছিলাম তার বিশ্বস্ত সঙ্গী
রুপকথা এসে
আমায় গ্রাস করল ঠিক তখনই
পূর্ণ
চন্দ্র-গ্রহণের মতো আমার পুরো সত্তা কেঁড়ে নিল সে
কি জানি, কেমন
মায়ার জালে বন্দী হয়েছি আমি
কি রহস্য, কি ভয়ঙ্কর
স্তব্ধতা, একটু দেখার কি উদগ্র ইচ্ছা
তবে এইখানেই কি
মিথ্যা প্রেম সত্য হয়ে যায়?
৩ নভেম্বর,
২০১২
No comments:
Post a Comment