* নিউ ইংল্যান্ডের ইন্ডিয়ান জনগোষ্ঠী নিধনের করুণ ইতিহাসের পটভূমিতে রচিত
আদিবাসী অধিকার হরণ
একটি অত্যন্ত সহজ-সরল বিষয়,
সামরিকায়ন, জমি দখল, গণ ধর্ষণ, গণ উদ্বাস্তুকরণ
রাষ্ট্রযন্ত্রের কারুকার্যশোভিত তরলীকৃত স্বাভাবিক প্রক্রিয়া।
জাতীয়তাবাদের জীবন্ত এই সন্ধ্যায়
আদিমতাকে হত্যা করেসমস্ত আদিকে অন্তে পরিণত করে
চাকমা, সাঁওতাল, জুম্মা খেদিয়ে
আমরা সভ্যতার চেতনাগ্রাহী, শান্তি-সন্ধানী তোরণ নির্মাণ করে চলেছি।
No comments:
Post a Comment