আমরা আছি নির্বাসনে
চরম বিশ্বায়নের এই অপার সম্ভাবনারকালে
যখন ইংরেজি ভাষার দাপুটে
রাগে
খেই হারিয়ে ফেলে অ-বিশ্বায়িত কোটিজন
পশ্চিমের পালোয়ানেরা আছে
বেশ
সেই যেদিন থেকে তারা
কাঠের জাহাজে করে এই কূল ওই কূলে গেল
সেদিন নির্বাসনে গেলো
তাবৎ মানব সন্তান
আজ তারা অচ্ছুৎ তৃতীয়
বিশ্বের তামাদি জনগণ
শ্বেতাঙ্গ ছড়ির আঁচরে
জীবন বিপর্যস্ত, আরও আছে
পশ্চিমাদের পোষা
কুকুরগুলো
যাদের আমরা শাসক-শ্রেণী বলে মাঝে মধ্যে গাল-মন্দ
করে থাকি।
বিশ্বায়ন,
বিশ্বায়িত-প্রকল্প
আমাদের প্রিয় নেতাকে করে
ফেলে অপাংক্তেয়
সন্ত্রাসবাদী বলে মুক্তিকামী জনগণের সংগ্রামকে
রক্তের সাগরে ভেসে যায় হাজারো দেহ, লাশের গন্ধে আকাশ-বাতাস
ভারী হয়ে উঠে
পুঁজিবাদের দাপটে নির্বাসনে যায় ভালোবাসা, আর হাজার বছরের
সাংস্কৃতিক মূল্যবোধ।
১১ই জুন, ২০১৪।
No comments:
Post a Comment